ফেনী ন্যাশনাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. সাইফ উদ্দিন শাহ্। বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সরকারী জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা বেগম, স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন। ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ প্রফেসর সন্তোষ রঞ্জন নাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্টার লাইন গ্রুপের পরিচালক (অর্থ) জামাল উদ্দিন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আরিফুল হাসান রবিন, শিক্ষার্থী বিউটি আক্তার প্রমুখ। এসময় স্টার লাইন গ্রুপের পরিচালক আবু বক্কর সিদ্দিক, হাজী নুরুল আলম, মাহমুদুল হক চৌধুরী মুনির, মাঈন উদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদ্য প্রকাশিত এইচএসসি’র ফলাফলে ফেনী ন্যাশনাল কলেজ থেকে যে সব শিক্ষার্থী ভাল ফলাফল অর্জন করেছে তাদের কৃতি সংবর্ধনা দিয়ে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কলেজটির শিক্ষার্থীরা। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. সাইফ উদ্দিন শাহ্ নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সু-নাগরিক তৈরীতে নিজেদের গঠনে পরিকল্পিত পড়াশুনার মধ্য দিয়ে ভাল ফলাফল করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান তিনি।