অধ্যক্ষের বাণী

সম্মানিত অভিভাবক,

আন্তরিক শুভেচ্ছা নিবেন।

ফেনী ন্যাশনাল কলেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। স্টার লাইন গ্রুপ কর্তৃক ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই কলেজ ফেনী জেলার ছেলে মেয়েদের মানসম্মত লেখাপড়া করানোর জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টথাম এর মধ্যস্থল ফেনী অবস্থিত হওয়ায় এই শহরটির গুরুত্ব অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। এই শহর বৃটিশ আমল হতেই নিজস্ব স্বকীয়তা বজায় রেখে এ অঞ্চলের অধিবাসীদের আর্থ সামাজিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে কর্ম উপযোগি করে তোলা লেখাপড়ার অন্যতম প্রধান উদ্দেশ্য। আবার, জনসংখ্যার আধিক্যে আয়তনে ছোট একটি দেশে কর্ম সংস্থানেরও অনেক অভাবও বটে, সে জন্য অনেক যোগ্য ও মেধাবী শিক্ষার্থীরা অভীষ্ট লক্ষ্যে পৌছাতে সক্ষম হননি। আমরা আশা করব ফেনী ন্যাশনাল কলেজ ফেনীবাসীর সন্তানদের আধুনিক লেখাপড়ার জন্য এক নতুন দিগন্তের দ্বার উন্মোচন করবে।

পরিশেষে, আমি সম্মানিত অভিভাবক মন্ডলীদের সবিনয়ে বলতে চাচ্ছি যে, ফেনী ন্যাশনাল কলেজ একটি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং ছাত্র-ছাত্রীদের জীবনে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ফলাফল সারা জীবনের জন্য গুরুত্বপূর্ণ।

সম্মানিত ফেনীবাসীর প্রতি আমার উদাত্ত আহবান থাকবে যে, আপনাদের সন্তানদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বলনক্ষত্রের আলোকে আলোকিত করার মানসে তাদেরকে “ফেনী ন্যাশনাল কলেজে’ আসার সুযোগ করে দিন।

আপনাদের দোয়া ও সহযোগিতা আমাদের ভবিষ্যৎ পথ চলার পাথেয়।

ধন্যবাদান্তে-

Prof. Santosh Ranjan Nath Feni National College

অধ্যাপক সন্তোষ রঞ্জন নাথ
বি.এ (অনার্স), এম.এ (ইংরেজি)
অধ্যক্ষ, ফেনী ন্যাশনাল কলেজ
সাবেক অধ্যক্ষ, সরকারি জিয়া মহিলা কলেজ, ফেনী।

২০১৯ © ফেনী ন্যাশনাল কলেজ | ডেভেলপার: ইমরান